গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ কৃষি সিএসআর কার্যক্রমে সিটি ব্যাংক পিএলসি এর অর্থায়নে বগুড়া, বরিশাল, পিরোজপুর এবং ঝালকাটি জেলার বিভিন্ন উপজেলায় নিরাপদ কৃষি ও প্রাণিজ পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজার উন্নয়ন শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অদ্য ২৯ জুন ২০২৪ তারিখে গাক কনফারেন্স হল, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়। গাক’র সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ফিরোজা পারভিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসি’র সিনিয়র ম্যানেজার, কর্পোরেট অ্যাফেয়ার্স রেজা ফাউজুল কবির। কর্মশালায় প্রধান অতিথি ফিরোজা পারভিন প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে সময়োপযোগি এ প্রকল্পের অর্থায়নের জন্য সিটি ব্যাংক পিএলসি কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গাক কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
গাক’র সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাক’র পরিচালক (এসএফ) পংকজ কুমার সরকার, গাবতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেনজির আহমেদ, সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সারিয়াকান্দি উপজেলা ভেটেরেনারী সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ, প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহআলম এবং প্রকল্পের কর্মকর্তা সহ প্রকল্পের লক্ষ্যভুক্ত কৃষক/খামারীগণ।